ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মঈন উদ্দিন এঁর পিতার মৃত্যুতে তরঙ্গ২৪.কম পরিবার গভীরভাবে শোকাহত Logo গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন Logo মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বানিয়াচং মডেল প্রেসক্লাব Logo দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’ নেতৃবৃন্দ Logo নূরানী শিক্ষা বোর্ডে মেধা তালিকায় ২য় হয়েছে গ্যানিংগঞ্জ বাজার নূরানী মাদ্রাসার ছাত্রী মুনতাহা আক্তার Logo বানিয়াচংয়ে ১২কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo বানিয়াচং শাহজালাল কে.জি স্কুল ২০২৩ বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য Logo চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ডা. ইলিয়াছ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত Logo ৪০তম তাফসিরুল কোরআন মহা সম্মেলন সফল করায় আলহাজ্ব রেজাউল মোহিত খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo ইফার সাবেক ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদের মৃত্যুতে জেলা মউশিক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের শোক

সব কিছুতেই জিন্দাবাদ

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৩:০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
  • ২৩৯ বার পড়া হয়েছে
আশরাফুল ইসলাম কহিনুর : এক সময় পত্রিকায়, কিংবা ফেইসবুকে চোখ রাখতেই যখন দেখতাম কোন সংবাদকর্মী জেলে, সহকর্মীর বিরুদ্ধে মামলা, তখন খুব আতকে উঠতাম, হতবাক হতাম, উদ্বিগ্ন হয়ে উঠতাম। কিন্তু এখন আর হইনা। বরং এটাইতো এখন হওয়ার কথা! তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে আমরা আমরার মধ্যেই নেই!
আমরা যারা সংবাদপত্রে কিংবা ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করি তারা নিজেদেরকে অনেক বড় সাংবাদিক! অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মনে করি। অথচ একবারও কি আমরা চিন্তা করে দেখেছি আমাদের অবস্থানটা কোন জায়গায়? যদি দেখতাম তাহলে আরও ভালো থাকতাম।
কেউ কেউ বলবেন, সংবাদ পত্র রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ, সাংবাদিকরা সমাজের আয়না, আরে ভাই সবই ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে কিতাবের কথা। বিভিন্ন সভা-সমাবেশে বড় বড় কর্তা ব্যক্তিরা ডায়েচে দাঁড়িয়ে আমাদের বাহবা দেন! কিন্তু বাস্তবে কি আমরা তাই? এসব প্রশ্নের উত্তর আমরা সংবাদকর্মীরা খুঁজে বেড়াই না।
করোনা ভাইরাস তামাম দুনিয়া জুড়ে এক মহা সঙ্কট তৈরী করেছে। বিচিত্র স্বভাবের বিচিত্র মানুষ আজ গৃহবন্দি। নিজেদের নিরাপত্তার জন্যই রাষ্টের নির্দেশে মানুষ নিজেদের ঘরে অবস্থান করছেন। ফলে কর্মজীবি মানুষ হয়ে পড়েন কর্মহীন। এতে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলোতে অর্থনৈতিক সঙ্কট তৈরী হয়। সরকার বিষয়টি আমলে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। রাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারি, ইমাম, মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও দরিদ্র পরিবারগুলোকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। কিন্তু রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ, বা সমাজের আয়না’রা কি পেলেন? হিসাব মিলান আমাদের মূল্যায়নের জায়গাটা কোথায়? অবস্থানটা কোন জায়গায়?
দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কেউ কেউ প্রশাসনের কর্তা ব্যক্তিদের পকেটে, আবার কেউ কেউ জনপ্রতিনিধিদের পকেটে অবস্থান করি। এটা খারাপ আমি সেটা বলছি না, খারাপ সেটা যখন আমরা ভুলে যাই আমাদের পেশাদারিত্ব। তবে ভুলটা আমাদের তখনই ভাঙ্গে যখন চার দেয়ালের প্রকোষ্টে নিক্ষিপ্ত হই। তখন কেউ পাশে থাকে না। আমাদের চারপাশ পাল্টে যায়। পরিচিত চেহারাগুলো রহস্যময় হয়ে আবির্ভূত হয়। তখন একা একা লড়াই করে ঠিকে থাকা যায় না। একদিন শক্তির কাছে হার মানতেই হয়। তবে আশার কথা হচ্ছে- নির্যাতিত সংবাদকর্মীর সারি দিন দিন দীর্ঘ হচ্ছে, এই সারি‌তে আপনে-আমাকেও একদিন দাঁড়াতে  হতে পারে। সেই পথ আমরাই তৈরী করে দিচ্ছি।
মাঝে মাঝে এক সাংবাদিক বড় ভাইয়ের সাথে যখন ফোনে কথা হয়, তখন তিনি খুব আক্ষেপ করে বলেন- “আমরা এখন সাংবাদিকতা করছি না। রাজা-বাদশাদের আমলে প্রচারের দায়িত্ব পালন করতো ঢুলিরা। আমরা এখন ঢুলির দায়িত্ব পালন করছি।” উনার যুক্তির সাথে  দ্বিমত পোষণ করার উপায় নেই, আমরা নিজেদের পেশাদারিত্ব ছেড়ে দিয়েছি। নিজেদের পেশার সুনাম-ঐতিহ্য নিজেরাই ধ্বংস করছি।
এখন নিজেই নিজের সিদ্ধান্ত নিতে হবে। ঢুলির দায়িত্ব পালন করব না সাংবাদিকতা করব? যদি ঢুলির দায়িত্ব পালন করতে হয় তাহলে কিসের প্রতিবাদ, সব কিছুতেই জিন্দাবাদ।
লেখক : বার্তা সম্পাদক, দৈনিক আজকের হবিগঞ্জ।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈন উদ্দিন এঁর পিতার মৃত্যুতে তরঙ্গ২৪.কম পরিবার গভীরভাবে শোকাহত

সব কিছুতেই জিন্দাবাদ

আপডেট সময় ০৩:০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
আশরাফুল ইসলাম কহিনুর : এক সময় পত্রিকায়, কিংবা ফেইসবুকে চোখ রাখতেই যখন দেখতাম কোন সংবাদকর্মী জেলে, সহকর্মীর বিরুদ্ধে মামলা, তখন খুব আতকে উঠতাম, হতবাক হতাম, উদ্বিগ্ন হয়ে উঠতাম। কিন্তু এখন আর হইনা। বরং এটাইতো এখন হওয়ার কথা! তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে আমরা আমরার মধ্যেই নেই!
আমরা যারা সংবাদপত্রে কিংবা ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করি তারা নিজেদেরকে অনেক বড় সাংবাদিক! অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মনে করি। অথচ একবারও কি আমরা চিন্তা করে দেখেছি আমাদের অবস্থানটা কোন জায়গায়? যদি দেখতাম তাহলে আরও ভালো থাকতাম।
কেউ কেউ বলবেন, সংবাদ পত্র রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ, সাংবাদিকরা সমাজের আয়না, আরে ভাই সবই ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে কিতাবের কথা। বিভিন্ন সভা-সমাবেশে বড় বড় কর্তা ব্যক্তিরা ডায়েচে দাঁড়িয়ে আমাদের বাহবা দেন! কিন্তু বাস্তবে কি আমরা তাই? এসব প্রশ্নের উত্তর আমরা সংবাদকর্মীরা খুঁজে বেড়াই না।
করোনা ভাইরাস তামাম দুনিয়া জুড়ে এক মহা সঙ্কট তৈরী করেছে। বিচিত্র স্বভাবের বিচিত্র মানুষ আজ গৃহবন্দি। নিজেদের নিরাপত্তার জন্যই রাষ্টের নির্দেশে মানুষ নিজেদের ঘরে অবস্থান করছেন। ফলে কর্মজীবি মানুষ হয়ে পড়েন কর্মহীন। এতে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলোতে অর্থনৈতিক সঙ্কট তৈরী হয়। সরকার বিষয়টি আমলে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। রাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারি, ইমাম, মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও দরিদ্র পরিবারগুলোকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। কিন্তু রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ, বা সমাজের আয়না’রা কি পেলেন? হিসাব মিলান আমাদের মূল্যায়নের জায়গাটা কোথায়? অবস্থানটা কোন জায়গায়?
দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কেউ কেউ প্রশাসনের কর্তা ব্যক্তিদের পকেটে, আবার কেউ কেউ জনপ্রতিনিধিদের পকেটে অবস্থান করি। এটা খারাপ আমি সেটা বলছি না, খারাপ সেটা যখন আমরা ভুলে যাই আমাদের পেশাদারিত্ব। তবে ভুলটা আমাদের তখনই ভাঙ্গে যখন চার দেয়ালের প্রকোষ্টে নিক্ষিপ্ত হই। তখন কেউ পাশে থাকে না। আমাদের চারপাশ পাল্টে যায়। পরিচিত চেহারাগুলো রহস্যময় হয়ে আবির্ভূত হয়। তখন একা একা লড়াই করে ঠিকে থাকা যায় না। একদিন শক্তির কাছে হার মানতেই হয়। তবে আশার কথা হচ্ছে- নির্যাতিত সংবাদকর্মীর সারি দিন দিন দীর্ঘ হচ্ছে, এই সারি‌তে আপনে-আমাকেও একদিন দাঁড়াতে  হতে পারে। সেই পথ আমরাই তৈরী করে দিচ্ছি।
মাঝে মাঝে এক সাংবাদিক বড় ভাইয়ের সাথে যখন ফোনে কথা হয়, তখন তিনি খুব আক্ষেপ করে বলেন- “আমরা এখন সাংবাদিকতা করছি না। রাজা-বাদশাদের আমলে প্রচারের দায়িত্ব পালন করতো ঢুলিরা। আমরা এখন ঢুলির দায়িত্ব পালন করছি।” উনার যুক্তির সাথে  দ্বিমত পোষণ করার উপায় নেই, আমরা নিজেদের পেশাদারিত্ব ছেড়ে দিয়েছি। নিজেদের পেশার সুনাম-ঐতিহ্য নিজেরাই ধ্বংস করছি।
এখন নিজেই নিজের সিদ্ধান্ত নিতে হবে। ঢুলির দায়িত্ব পালন করব না সাংবাদিকতা করব? যদি ঢুলির দায়িত্ব পালন করতে হয় তাহলে কিসের প্রতিবাদ, সব কিছুতেই জিন্দাবাদ।
লেখক : বার্তা সম্পাদক, দৈনিক আজকের হবিগঞ্জ।