ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মঈন উদ্দিন এঁর পিতার মৃত্যুতে তরঙ্গ২৪.কম পরিবার গভীরভাবে শোকাহত Logo গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন Logo মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বানিয়াচং মডেল প্রেসক্লাব Logo দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’ নেতৃবৃন্দ Logo নূরানী শিক্ষা বোর্ডে মেধা তালিকায় ২য় হয়েছে গ্যানিংগঞ্জ বাজার নূরানী মাদ্রাসার ছাত্রী মুনতাহা আক্তার Logo বানিয়াচংয়ে ১২কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo বানিয়াচং শাহজালাল কে.জি স্কুল ২০২৩ বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য Logo চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ডা. ইলিয়াছ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত Logo ৪০তম তাফসিরুল কোরআন মহা সম্মেলন সফল করায় আলহাজ্ব রেজাউল মোহিত খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo ইফার সাবেক ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদের মৃত্যুতে জেলা মউশিক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের শোক

বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদ : কিছু কথা

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ১২:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ২৪৩ বার পড়া হয়েছে

 আবুল কালাম আজাদ, ইংল্যান্ড থেকে : অরাজনৈতিক সামাজিক প্রবাসী সংগঠন আমি কেনো করব? বর্তমান তরুণ প্রবাসী ও দেশের সমাজ মানেই ইন্টারনেট, ফেইসবুক, ইউটিউব, হোয়াটসআপ ইত্যাদি। আজ তরুণ সমাজ ভুলতে বসেছে, তারা আসলে কি? তাদের আদৌ কাজ কি? তাদের এ সময়টার গুরুত্বই বা কি? তাদের ইতিহাস কি? তরুণ ত-সে, যার মধ্যে আছে তারুণ্য। আমি বয়স দিয়ে তারুণ্য মাপতে চাই না। আপনার বয়স ১৮, অথচ আপনি পড়ে রইলেন বয়োবৃদ্ধের মত। তাহলে আমি আপনাকে তরুণ বলতে পারি না কিংবা বলতে চাই না। প্রবাসী তারুণ্যের এই হতাশার মধ্যে তাদের একাংশ গড়ে তুলে কিছু প্রবাসী সামাজিক সংগঠন। আবার অনেকে বলে প্রবাসী সামাজিক সংগঠন করে লাভটাই বা কি? তাদের জন্যই আজ আমার এ লেখা। প্রবাসী সামাজিক সংগঠন আমি কেন করব? তার ৬ টি কারণ আমি নিম্নে লেখার চেষ্টা করছি৷ তবে মনে রাখবেন, এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।

১/ তারুণ্যঃ প্রবাসী সামাজিক সংগঠন কেন করব, তার  পেছনে প্রথম কারণ হচ্ছে, তারুণ্য। আমাদের প্রবাস জীবনটা কাজে ব্যস্ত থাকি একটু খেয়াল করুন,কাজ কিন্তু দিনের ২৪ ঘন্টাই হয় না।কাজের বাইরে আমরা অনেক সময় অবসরে কাটিয়ে দেই। আমরা চাইলে বিনোদনের মাধ্যমে সেই সময়কে তারুণ্যের শক্তিতে রূপান্তর করতে পারি। এসময়টা যদি আমরা সমাজের জন্য ব্যয় করি, তাহলে আমাদের তো কোন ক্ষতি হচ্ছে না। উল্টো লাভই হচ্ছে। কারণ সমাজের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। এ সমাজের সামান্য উন্নয়ন হলে, তা আমাদের কল্যাণেই আসবে। তাই আমাদের কল্যাণে তারুণ্যের অবসর সময়টা সমাজের তরে কাজ করতে পারি।তাই আমি সকল তরুণদের বলব আসুন আমরা সিনিয়রদের পরামর্শ এগিয়ে যাই বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদ এর সাথে।

২/ দেশপ্রেমঃ ইসলাম ধর্মে আছে, “দেশপ্রেম ঈমানের অঙ্গ”। ঈমানের পরিপূর্ণতার জন্য দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসা মানে দেশের প্রতি নাম মাত্র ভালোবাসা নয়। দেশ-প্রেম মানে দেশের কল্যাণে কাজ করা। আমরা চাইলেও একা একা দেশের জন্য কিছু করতে পারব না। তবে কয়েকজনে একত্রে চাইলে অনেক কিছুই করতে পারি। কথায় আছে, ” দশের লাঠি একের বোঝা”। দশের একাত্বতা মানেই সংগঠিত হওয়া। অর্থাৎ সংগঠনের আওতায় আসা। একটি সংগঠনের কর্মী হয়ে আমরা চাইলেই আমাদের উপর দেশের অধিকারটুকু পালন করতে পারি। তাই আমাদের দেশ এবং সমাজের কল্যাণের জন্য প্রবাসী সামাজিক সংগঠনের আওতায় আসতে হবে। তাই আসুন আমরা সব বানিয়াচং উপজেলার প্রবাসীরা একতাবদ্ধ হয়ে বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদকে সমাজের কল্যাণে এগিয়ে নিয়ে যাই।

৩/ বিবেকঃ মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মূল পার্থক্য হচ্ছে, জ্ঞান, বুদ্ধি। এ দু’টির কারণেই আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাকলুকাত। আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, যে পরিবেশে আমরা বাঁচতে শিখেছি, সেই পরিবেশ রক্ষা আমাদের মৌলিক দায়িত্ব। সেই পরিবেশের জন্য আমাদের কাজ করতে হবে। কারণ আমাদের বিবেক আছে। আমাদের বিবেক না থাকলে আমরা অন্য প্রাণীর মত যা ইচ্ছা তা করতে পারতাম, পরিবেশের যেমন ইচ্ছা তেমন ক্ষতি করতে পারতাম। কিন্তু বিবেক আছে বলেই এ পরিবেশের আমরা ক্ষতি করতে পারি না। এ পরিবেশ আমাদের বেঁচে থাকার জন্য রক্ষা করতে হবে। পরিবেশ চাইলেও একা একা রক্ষা করা দুরূহ ব্যাপার। তার জন্য প্রয়োজন সমষ্টিগত উদ্যোগ। আর এ-সকল উদ্যোগ গুলোই গ্রহণ করে সামাজিক সংগঠন গুলো। তাই আমাদের সামাজিক সংগঠনের আওতায় আসতে হবে।এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই আমাদের বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদ গঠন করা।

৪ / নৈতিকতাঃ বর্তমান তরুণ সমাজের একটি অংশ মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। এদেরকে রক্ষা করতে হবে। যখন আপনি এক বা একাধিক সামাজিক সংগঠনের আওতায় চলে আসবেন তখন আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আপনি চাইলেও এসব অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারবেন না। কারণ আপনার প্ল্যাটফর্ম আপনাকে বাধা দিবে। যখন একটি সংগঠনের ব্যানারে আপনি মাদক, ইভটিজিং, জঙ্গিবাদের বিপক্ষে কথা বলবেন, তখন অন্যত্র এই অপরাধের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। কারণ আপনার বিবেক আপনাকে বাধা দিবে। তাই এই প্ল্যাটফর্ম তৈরির জন্য আপনাকে সামাজিক সংগঠনের ব্যানারে আসতেই হবে।তাই আমাদের প্রবাসী সামাজিক সংগঠন বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদ সবাই একসাথে কাজ করে বানিয়াচং উপজেলাকে মাদক মুক্ত করি।

৫ / নিজের ক্যারিয়ারঃ আপনি যখন সংগঠনের হয়ে আপনার মত আরো ১০০/২০০ জনের সাথে কাজ করবেন, তখন সেখান থেকে অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। কারণ একেকজনের মেধা একেক রকম। সংগঠনের সকলের মেধার বিনিময়ে যেহেতু কাজ হয়, সেহেতু শ্রেষ্ঠ কাজটিই তখন আপনি করবেন। এতে আপনার সাংগঠনিক যোগ্যতা, নিজেকে প্রেজেন্টেশন করা, স্মার্টনেস, ইভেন্ট কমপ্লিটে কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। এতে আপনার সম্মান অন্যদের থেকে এগিয়ে থাকবে। প্রতিযোগিতার এ বিশ্বে আপনার ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।আসুন সামাজিক শিক্ষার জন্য আমরা বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদ এর পতাকায় কাজ করি।

৬/ আমরা যারা  মাতৃভূমি ছেড়ে দূর প্রবাসে থাকি সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি।কিন্তু যখন সবাই মিলে একটা প্লাটফর্মে একত্রিত হব তখন প্রবাসীদের বিপদে ও দেশে সামাজিক কাজ করতে পারব।আর এজন্যই আমরা বানিয়াচং উপজেলায় সকল প্রবাসীদের একটা প্লাটফর্মে একীভূতের চেষ্টায় সিনিয়র -জুনিয়র মিলে দিন- রাত চেষ্টা করে যাচ্ছেন প্রবাসীদের ও সামাজের জন্য কিছু করার জন্য। তাই আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে ‘মানবতার টানে ভালোবাসার বন্ধনে’ এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যাই।

লেখক : সাংবাদিক, ইংল্যান্ড।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈন উদ্দিন এঁর পিতার মৃত্যুতে তরঙ্গ২৪.কম পরিবার গভীরভাবে শোকাহত

বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদ : কিছু কথা

আপডেট সময় ১২:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১

 আবুল কালাম আজাদ, ইংল্যান্ড থেকে : অরাজনৈতিক সামাজিক প্রবাসী সংগঠন আমি কেনো করব? বর্তমান তরুণ প্রবাসী ও দেশের সমাজ মানেই ইন্টারনেট, ফেইসবুক, ইউটিউব, হোয়াটসআপ ইত্যাদি। আজ তরুণ সমাজ ভুলতে বসেছে, তারা আসলে কি? তাদের আদৌ কাজ কি? তাদের এ সময়টার গুরুত্বই বা কি? তাদের ইতিহাস কি? তরুণ ত-সে, যার মধ্যে আছে তারুণ্য। আমি বয়স দিয়ে তারুণ্য মাপতে চাই না। আপনার বয়স ১৮, অথচ আপনি পড়ে রইলেন বয়োবৃদ্ধের মত। তাহলে আমি আপনাকে তরুণ বলতে পারি না কিংবা বলতে চাই না। প্রবাসী তারুণ্যের এই হতাশার মধ্যে তাদের একাংশ গড়ে তুলে কিছু প্রবাসী সামাজিক সংগঠন। আবার অনেকে বলে প্রবাসী সামাজিক সংগঠন করে লাভটাই বা কি? তাদের জন্যই আজ আমার এ লেখা। প্রবাসী সামাজিক সংগঠন আমি কেন করব? তার ৬ টি কারণ আমি নিম্নে লেখার চেষ্টা করছি৷ তবে মনে রাখবেন, এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।

১/ তারুণ্যঃ প্রবাসী সামাজিক সংগঠন কেন করব, তার  পেছনে প্রথম কারণ হচ্ছে, তারুণ্য। আমাদের প্রবাস জীবনটা কাজে ব্যস্ত থাকি একটু খেয়াল করুন,কাজ কিন্তু দিনের ২৪ ঘন্টাই হয় না।কাজের বাইরে আমরা অনেক সময় অবসরে কাটিয়ে দেই। আমরা চাইলে বিনোদনের মাধ্যমে সেই সময়কে তারুণ্যের শক্তিতে রূপান্তর করতে পারি। এসময়টা যদি আমরা সমাজের জন্য ব্যয় করি, তাহলে আমাদের তো কোন ক্ষতি হচ্ছে না। উল্টো লাভই হচ্ছে। কারণ সমাজের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। এ সমাজের সামান্য উন্নয়ন হলে, তা আমাদের কল্যাণেই আসবে। তাই আমাদের কল্যাণে তারুণ্যের অবসর সময়টা সমাজের তরে কাজ করতে পারি।তাই আমি সকল তরুণদের বলব আসুন আমরা সিনিয়রদের পরামর্শ এগিয়ে যাই বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদ এর সাথে।

২/ দেশপ্রেমঃ ইসলাম ধর্মে আছে, “দেশপ্রেম ঈমানের অঙ্গ”। ঈমানের পরিপূর্ণতার জন্য দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসা মানে দেশের প্রতি নাম মাত্র ভালোবাসা নয়। দেশ-প্রেম মানে দেশের কল্যাণে কাজ করা। আমরা চাইলেও একা একা দেশের জন্য কিছু করতে পারব না। তবে কয়েকজনে একত্রে চাইলে অনেক কিছুই করতে পারি। কথায় আছে, ” দশের লাঠি একের বোঝা”। দশের একাত্বতা মানেই সংগঠিত হওয়া। অর্থাৎ সংগঠনের আওতায় আসা। একটি সংগঠনের কর্মী হয়ে আমরা চাইলেই আমাদের উপর দেশের অধিকারটুকু পালন করতে পারি। তাই আমাদের দেশ এবং সমাজের কল্যাণের জন্য প্রবাসী সামাজিক সংগঠনের আওতায় আসতে হবে। তাই আসুন আমরা সব বানিয়াচং উপজেলার প্রবাসীরা একতাবদ্ধ হয়ে বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদকে সমাজের কল্যাণে এগিয়ে নিয়ে যাই।

৩/ বিবেকঃ মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মূল পার্থক্য হচ্ছে, জ্ঞান, বুদ্ধি। এ দু’টির কারণেই আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাকলুকাত। আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, যে পরিবেশে আমরা বাঁচতে শিখেছি, সেই পরিবেশ রক্ষা আমাদের মৌলিক দায়িত্ব। সেই পরিবেশের জন্য আমাদের কাজ করতে হবে। কারণ আমাদের বিবেক আছে। আমাদের বিবেক না থাকলে আমরা অন্য প্রাণীর মত যা ইচ্ছা তা করতে পারতাম, পরিবেশের যেমন ইচ্ছা তেমন ক্ষতি করতে পারতাম। কিন্তু বিবেক আছে বলেই এ পরিবেশের আমরা ক্ষতি করতে পারি না। এ পরিবেশ আমাদের বেঁচে থাকার জন্য রক্ষা করতে হবে। পরিবেশ চাইলেও একা একা রক্ষা করা দুরূহ ব্যাপার। তার জন্য প্রয়োজন সমষ্টিগত উদ্যোগ। আর এ-সকল উদ্যোগ গুলোই গ্রহণ করে সামাজিক সংগঠন গুলো। তাই আমাদের সামাজিক সংগঠনের আওতায় আসতে হবে।এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই আমাদের বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদ গঠন করা।

৪ / নৈতিকতাঃ বর্তমান তরুণ সমাজের একটি অংশ মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। এদেরকে রক্ষা করতে হবে। যখন আপনি এক বা একাধিক সামাজিক সংগঠনের আওতায় চলে আসবেন তখন আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আপনি চাইলেও এসব অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারবেন না। কারণ আপনার প্ল্যাটফর্ম আপনাকে বাধা দিবে। যখন একটি সংগঠনের ব্যানারে আপনি মাদক, ইভটিজিং, জঙ্গিবাদের বিপক্ষে কথা বলবেন, তখন অন্যত্র এই অপরাধের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। কারণ আপনার বিবেক আপনাকে বাধা দিবে। তাই এই প্ল্যাটফর্ম তৈরির জন্য আপনাকে সামাজিক সংগঠনের ব্যানারে আসতেই হবে।তাই আমাদের প্রবাসী সামাজিক সংগঠন বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদ সবাই একসাথে কাজ করে বানিয়াচং উপজেলাকে মাদক মুক্ত করি।

৫ / নিজের ক্যারিয়ারঃ আপনি যখন সংগঠনের হয়ে আপনার মত আরো ১০০/২০০ জনের সাথে কাজ করবেন, তখন সেখান থেকে অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। কারণ একেকজনের মেধা একেক রকম। সংগঠনের সকলের মেধার বিনিময়ে যেহেতু কাজ হয়, সেহেতু শ্রেষ্ঠ কাজটিই তখন আপনি করবেন। এতে আপনার সাংগঠনিক যোগ্যতা, নিজেকে প্রেজেন্টেশন করা, স্মার্টনেস, ইভেন্ট কমপ্লিটে কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। এতে আপনার সম্মান অন্যদের থেকে এগিয়ে থাকবে। প্রতিযোগিতার এ বিশ্বে আপনার ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।আসুন সামাজিক শিক্ষার জন্য আমরা বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদ এর পতাকায় কাজ করি।

৬/ আমরা যারা  মাতৃভূমি ছেড়ে দূর প্রবাসে থাকি সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি।কিন্তু যখন সবাই মিলে একটা প্লাটফর্মে একত্রিত হব তখন প্রবাসীদের বিপদে ও দেশে সামাজিক কাজ করতে পারব।আর এজন্যই আমরা বানিয়াচং উপজেলায় সকল প্রবাসীদের একটা প্লাটফর্মে একীভূতের চেষ্টায় সিনিয়র -জুনিয়র মিলে দিন- রাত চেষ্টা করে যাচ্ছেন প্রবাসীদের ও সামাজের জন্য কিছু করার জন্য। তাই আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে ‘মানবতার টানে ভালোবাসার বন্ধনে’ এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যাই।

লেখক : সাংবাদিক, ইংল্যান্ড।