মোঃ আব্দাল মিয়া : দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বড় বাজারে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেড এম উজ্জল এর সঞ্চালণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু ও মোঃ শাহজাহান মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মওদুদ আল মাহমুদ, এডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, উপজেলা স্বেচ্ছাসেবকরীগের সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল প্রমুখ।
বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।