স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিরধন বৈষ্ণব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের গোপাল বৈষ্ণব এর ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এসআই দুলাল এর নেতৃত্বে একদল পুলিশ করচা গ্রামে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ বিরধন বৈষ্ণবকে গ্রেফতার করা হয়।

আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় মাদক, জুয়া ও দাঙ্গা প্রতিরোধে পুলিশের অভিযান
অব্যাহত আছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।