বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে ইমলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এরঁ ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে পবিত্র কোরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সকালে জাতির পিতার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও তবারক বিতরণ, উপজেলা অফিসের উদ্যোগের পবিত্র কোরআনখানী, গভীর শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ তৌহিদ মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মোবারক আলীর সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেয়ারটেকার মাওলানা বাহা উদ্দিন, ইফার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ সাইদুর রহমান, কাজী দেলোয়ার হোসেন ও মাওলানা মোজাম্মিল হোসেনসহ শিক্ষকবৃন্দ।