ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মঈন উদ্দিন এঁর পিতার মৃত্যুতে তরঙ্গ২৪.কম পরিবার গভীরভাবে শোকাহত Logo গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন Logo মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বানিয়াচং মডেল প্রেসক্লাব Logo দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’ নেতৃবৃন্দ Logo নূরানী শিক্ষা বোর্ডে মেধা তালিকায় ২য় হয়েছে গ্যানিংগঞ্জ বাজার নূরানী মাদ্রাসার ছাত্রী মুনতাহা আক্তার Logo বানিয়াচংয়ে ১২কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo বানিয়াচং শাহজালাল কে.জি স্কুল ২০২৩ বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য Logo চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ডা. ইলিয়াছ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত Logo ৪০তম তাফসিরুল কোরআন মহা সম্মেলন সফল করায় আলহাজ্ব রেজাউল মোহিত খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo ইফার সাবেক ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদের মৃত্যুতে জেলা মউশিক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের শোক

কোভিড-১৯ কে জয় করে আপনি ফিরে আসুন আপন ভুবনে

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৮:২৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • ২০৩ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ আরজু : আমার নিউজ বা প্রবন্ধ পেলে শেয়ার দিতেন। মাঝে-মধ্যে জানাতেন কেমন হয়েছে সে মতামত। প্রায়-ই মতের আদান-প্রদান হতো ম্যাসেঞ্জারে। বেশ কয়েকবার কথা হয়েছে ফোনেও। ভীষণ আত্মবিশ্বাসী। মাতৃভূমির প্রতি অসম্ভব দরদি মানুষ। সাধারণ মানুষকে তিনি অকৃত্রিমভাবে ভালোবাসেন। সহযোগিতা করেন অকৃপণভাবে। সেই মানুষটি হচ্ছেন বানিয়াচংয়ের কৃতি সন্তান, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বৃটেন প্রবাসী ও শিক্ষানুরাগি ইঞ্জিনিয়ার মোঃ আশিকুর রহমান কোরাইশী। যিনি স্বীয় উপার্জিত টাকা দিয়ে জন্মস্থানে (বানিয়াচংয়ে) তিলে তিলে গড়ে তুলেছেন একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এ শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে একটি হিফজখানাও পরিচালিত হচ্ছে খুব সুষ্ঠুভাবে। রয়েছে একটি বোর্ডিংও। শিক্ষার্থী প্রায় ৪/৫ শত। শিক্ষকসহ স্টাফ ২০জন। নিজের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে এর যাবতীয় ব্যয়ভার বহন করে যাচ্ছেন তিনি। স্বপ্ন একটাই মাতৃভূমির তরুণ প্রজন্মকে শিক্ষিত করে তোলা।

 

ছবি-প্রতিষ্ঠাতার সুস্থতা কামনায় মোনাজাত করছেন শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

আজ ২দিন যাবত সেই মানুষটি কোভিড- ১৯ এ আক্রান্ত হয়ে বৃটেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে অবস্থা অবনতির দিকে। ভালোভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। এ খবর চাউর হলে আত্মীয়-স্বজন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ শুভাকাঙ্খিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। করছেন মসজিদে মসজিদে দোয়া। ফেলছেন চোখের পানি। বিশেষ করে পবিত্র কোরআনের বাগানের পাখিদের দোয়া বৃথা যেতে পারে না। তারা মা’সুম-নিস্পাপ। তাদের দোয়ার বরকতে মহান আল্লাহ আপনাকে সুস্থ করে তুলবেন ইনশা আল্লাহ। তাই বলতে চাই প্রিয় আশিকুর রহমান কোরাইশী ভাই ফিরে আসুন সুস্থ হয়ে, আপন ভুবনে।

টমাস মিল্টন যথার্থ বলেছেন-‘ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে’। আপনি ভালোবেসেছেন ঐশী মহাগ্রন্থ আল কোরআনকে, আপনি ভালোবেসেছেন সৃষ্টির শ্রেষ্ঠজীব মানুষকে, আপনি ভালোবেসেছেন শিক্ষাকে। তাই কোভিড-১৯কে জয় করে ফিরে আসুন আপন ভুবনে। আপনার মতো মহান হৃদয়ের মানুষদেরই এ ধরাধামে বেঁচে থাকা অপরিহার্য। সেটা আপনার জন্য নয়, দেশ ও জাতির কল্যাণের জন্য।

লেখক : সম্পাদক ও প্রকাশক, তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈন উদ্দিন এঁর পিতার মৃত্যুতে তরঙ্গ২৪.কম পরিবার গভীরভাবে শোকাহত

কোভিড-১৯ কে জয় করে আপনি ফিরে আসুন আপন ভুবনে

আপডেট সময় ০৮:২৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১

শিব্বির আহমদ আরজু : আমার নিউজ বা প্রবন্ধ পেলে শেয়ার দিতেন। মাঝে-মধ্যে জানাতেন কেমন হয়েছে সে মতামত। প্রায়-ই মতের আদান-প্রদান হতো ম্যাসেঞ্জারে। বেশ কয়েকবার কথা হয়েছে ফোনেও। ভীষণ আত্মবিশ্বাসী। মাতৃভূমির প্রতি অসম্ভব দরদি মানুষ। সাধারণ মানুষকে তিনি অকৃত্রিমভাবে ভালোবাসেন। সহযোগিতা করেন অকৃপণভাবে। সেই মানুষটি হচ্ছেন বানিয়াচংয়ের কৃতি সন্তান, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বৃটেন প্রবাসী ও শিক্ষানুরাগি ইঞ্জিনিয়ার মোঃ আশিকুর রহমান কোরাইশী। যিনি স্বীয় উপার্জিত টাকা দিয়ে জন্মস্থানে (বানিয়াচংয়ে) তিলে তিলে গড়ে তুলেছেন একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এ শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে একটি হিফজখানাও পরিচালিত হচ্ছে খুব সুষ্ঠুভাবে। রয়েছে একটি বোর্ডিংও। শিক্ষার্থী প্রায় ৪/৫ শত। শিক্ষকসহ স্টাফ ২০জন। নিজের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে এর যাবতীয় ব্যয়ভার বহন করে যাচ্ছেন তিনি। স্বপ্ন একটাই মাতৃভূমির তরুণ প্রজন্মকে শিক্ষিত করে তোলা।

 

ছবি-প্রতিষ্ঠাতার সুস্থতা কামনায় মোনাজাত করছেন শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

আজ ২দিন যাবত সেই মানুষটি কোভিড- ১৯ এ আক্রান্ত হয়ে বৃটেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে অবস্থা অবনতির দিকে। ভালোভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। এ খবর চাউর হলে আত্মীয়-স্বজন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ শুভাকাঙ্খিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। করছেন মসজিদে মসজিদে দোয়া। ফেলছেন চোখের পানি। বিশেষ করে পবিত্র কোরআনের বাগানের পাখিদের দোয়া বৃথা যেতে পারে না। তারা মা’সুম-নিস্পাপ। তাদের দোয়ার বরকতে মহান আল্লাহ আপনাকে সুস্থ করে তুলবেন ইনশা আল্লাহ। তাই বলতে চাই প্রিয় আশিকুর রহমান কোরাইশী ভাই ফিরে আসুন সুস্থ হয়ে, আপন ভুবনে।

টমাস মিল্টন যথার্থ বলেছেন-‘ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে’। আপনি ভালোবেসেছেন ঐশী মহাগ্রন্থ আল কোরআনকে, আপনি ভালোবেসেছেন সৃষ্টির শ্রেষ্ঠজীব মানুষকে, আপনি ভালোবেসেছেন শিক্ষাকে। তাই কোভিড-১৯কে জয় করে ফিরে আসুন আপন ভুবনে। আপনার মতো মহান হৃদয়ের মানুষদেরই এ ধরাধামে বেঁচে থাকা অপরিহার্য। সেটা আপনার জন্য নয়, দেশ ও জাতির কল্যাণের জন্য।

লেখক : সম্পাদক ও প্রকাশক, তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম।