ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার Logo এমপি মজিদ খানের মধ্যস্থতায় বানিয়াচং সৈদারটুলা ছান্দের ২ গ্রুপের দ্বন্দ্ব নিরসন Logo মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়ায় মুফতি হাফিজুল হককে সংবর্ধনা প্রদান Logo আজমিরীগঞ্জে নিত্যপণ্যের মূল্য চড়া: ক্রেতাদের নাভিশ্বাস Logo একজন কর্মবীর সফল এমপি আব্দুল মজিদ খান Logo বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’কে বিদায় সংবর্ধনা Logo জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মনজুর চৌধুরী Logo বানিয়াচংয়ে ইফা শিক্ষকদের নিয়ে ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত Logo আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে ২০লিটার চোলাই মদ জব্দ : আটক-১ Logo প্রিয় নবী মুহাম্মদ (সা.) হলেন গোটা জাতির জন্য উত্তম আদর্শ

আসলে কেউ সুখী নয়

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ১২:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • ২৩৭ বার পড়া হয়েছে
মোঃ সেলিম উদ্দিন : সুখের এ পৃথিবী, সুখেরই অভিনয়, যতোই আড়ালে রাখো, আসলে কেউ সুখী নয়; রুপালী গিটার ফেলে না ফেরার দেশে চলে যাওয়া আইয়ুব বাচ্চুর গাওয়া এ গানটি বোধ করি সবার মনের অপ্রকাশিত কথাকেই প্রকাশ করেছে। এ ভব সংসারে সুখী মানুষের খোঁজ পাওয়া দুস্কর।
কম বেশী সবাই যখন নিজের কাছে নিজে প্রশ্ন করে তখন সে সুখী না দুঃখী তার উত্তর মেলাতে পারে না। যার হাত নেই সে দু’টি হাতের মানুষকে দেখে নিজেকে দুখী ভাববে এটাই স্বাভাবিক। যার যা প্রয়োজন তার কোন একটার অপূর্ণতাই তাকে দুঃখী মানুষের কাতারে নিয়ে যায়। মহান আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃজন করেছেন।
মায়ের গর্ভে জন্ম নিয়ে আমরা রঙিন পৃথিবীর আলো দেখে সুখ নামক দূর্লভ বস্তুটির পানে বিরামহীন ছুটে চলি। ছুটতে ছুটতে যখন ক্লান্তি আসে, তখন চাওয়া পাওয়ার হিসেব মিলাতে বসি। হিসেব কষে প্রাপ্তির খাতা যখন শূন্য দেখি, তখন রাজ্যের হাজারো দুঃখ মনের ভিতরে বাসা বাঁধে।
একটু খেয়াল করলে দেখা যাবে হতাশার কারণে যেমন মাদকসেবী কিংবা অপরাধীর সংখ্যা বেড়েছে তেমনি হৃদরোগীর সংখ্যাও বহুগুণে বেড়েছে।
ছবি- চিন্তিত অবস্থায় এ বৃদ্ধ।

যারা হতাশার কারণে অপরাধের পথ বেছে না নিয়ে দুঃখকে মনের মাঝে পুষে রাখে তারা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন।

সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। কেউ অল্পতেই সুখী হওয়ার চেষ্টা করেন, কেউ আবার অনেক পেয়েও সুখী হতে পারেন না। সুখ না থাকলে অসুখ শরীরে বাসা বাঁধে। কোন ঔষধে তা নিরাময় হয়না। এ পৃথিবীতে না পাওয়ার বেদনায় ভোগেননি এমন মানুষ খোঁজে পাওয়া কঠিন হবে। গানের ভাষায় মাঝে মাঝে বলি, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে। জানার এ ইচ্ছা কখনো পূরন হবে না।
কারণ প্রকৃত অর্থে সুখ কি এটা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। কেউ বুকে হাত দিয়ে সৎ সাহস নিয়ে বলতে পারবে না সে পরিপূর্ন সুখী। সমাজ জীবনে, কর্ম জীবনে, সংসার জীবনে কেউ পরিপূর্ণ সুখ ভোগ করেছে বা ভোগ করতে পারছে তা কেউ বলতে পারবে না।
লেখার শুরুতে বলেছিলাম যার একটি হাত নেই সে অন্যের দুটো হাত দেখে নিজেকে দুখী ভাববে এটাই স্বাভাবিক। আসলে আমরা সবাই সুখের পাগল। কেউ কেউ নিজের কষ্ট গুলোকে বুকের মধ্যে চাপা রেখে এ পৃথিবীতে সুখী হওয়ার অভিনয় করে।
আড্ডায় হাসি খুশি থাকা মানুষটিকে দিন শেষে নীরব থাকতে দেখা যায়। যাত্রা মঞ্চে রাজার চরিত্রে তুখোড় অভিনয় করা মানুষটির বাস্তব জীবনে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মরতে হয়। সুখ পাখিটি খাচায় যত্ন করে পুষে রাখলেও ফাঁক পেলেই সে উড়াল দেয় !!!
লেখক : গল্পকার ও পিএস, হবিগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ , হবিগঞ্জ।

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আসলে কেউ সুখী নয়

আপডেট সময় ১২:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
মোঃ সেলিম উদ্দিন : সুখের এ পৃথিবী, সুখেরই অভিনয়, যতোই আড়ালে রাখো, আসলে কেউ সুখী নয়; রুপালী গিটার ফেলে না ফেরার দেশে চলে যাওয়া আইয়ুব বাচ্চুর গাওয়া এ গানটি বোধ করি সবার মনের অপ্রকাশিত কথাকেই প্রকাশ করেছে। এ ভব সংসারে সুখী মানুষের খোঁজ পাওয়া দুস্কর।
কম বেশী সবাই যখন নিজের কাছে নিজে প্রশ্ন করে তখন সে সুখী না দুঃখী তার উত্তর মেলাতে পারে না। যার হাত নেই সে দু’টি হাতের মানুষকে দেখে নিজেকে দুখী ভাববে এটাই স্বাভাবিক। যার যা প্রয়োজন তার কোন একটার অপূর্ণতাই তাকে দুঃখী মানুষের কাতারে নিয়ে যায়। মহান আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃজন করেছেন।
মায়ের গর্ভে জন্ম নিয়ে আমরা রঙিন পৃথিবীর আলো দেখে সুখ নামক দূর্লভ বস্তুটির পানে বিরামহীন ছুটে চলি। ছুটতে ছুটতে যখন ক্লান্তি আসে, তখন চাওয়া পাওয়ার হিসেব মিলাতে বসি। হিসেব কষে প্রাপ্তির খাতা যখন শূন্য দেখি, তখন রাজ্যের হাজারো দুঃখ মনের ভিতরে বাসা বাঁধে।
একটু খেয়াল করলে দেখা যাবে হতাশার কারণে যেমন মাদকসেবী কিংবা অপরাধীর সংখ্যা বেড়েছে তেমনি হৃদরোগীর সংখ্যাও বহুগুণে বেড়েছে।
ছবি- চিন্তিত অবস্থায় এ বৃদ্ধ।

যারা হতাশার কারণে অপরাধের পথ বেছে না নিয়ে দুঃখকে মনের মাঝে পুষে রাখে তারা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন।

সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। কেউ অল্পতেই সুখী হওয়ার চেষ্টা করেন, কেউ আবার অনেক পেয়েও সুখী হতে পারেন না। সুখ না থাকলে অসুখ শরীরে বাসা বাঁধে। কোন ঔষধে তা নিরাময় হয়না। এ পৃথিবীতে না পাওয়ার বেদনায় ভোগেননি এমন মানুষ খোঁজে পাওয়া কঠিন হবে। গানের ভাষায় মাঝে মাঝে বলি, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে। জানার এ ইচ্ছা কখনো পূরন হবে না।
কারণ প্রকৃত অর্থে সুখ কি এটা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। কেউ বুকে হাত দিয়ে সৎ সাহস নিয়ে বলতে পারবে না সে পরিপূর্ন সুখী। সমাজ জীবনে, কর্ম জীবনে, সংসার জীবনে কেউ পরিপূর্ণ সুখ ভোগ করেছে বা ভোগ করতে পারছে তা কেউ বলতে পারবে না।
লেখার শুরুতে বলেছিলাম যার একটি হাত নেই সে অন্যের দুটো হাত দেখে নিজেকে দুখী ভাববে এটাই স্বাভাবিক। আসলে আমরা সবাই সুখের পাগল। কেউ কেউ নিজের কষ্ট গুলোকে বুকের মধ্যে চাপা রেখে এ পৃথিবীতে সুখী হওয়ার অভিনয় করে।
আড্ডায় হাসি খুশি থাকা মানুষটিকে দিন শেষে নীরব থাকতে দেখা যায়। যাত্রা মঞ্চে রাজার চরিত্রে তুখোড় অভিনয় করা মানুষটির বাস্তব জীবনে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মরতে হয়। সুখ পাখিটি খাচায় যত্ন করে পুষে রাখলেও ফাঁক পেলেই সে উড়াল দেয় !!!
লেখক : গল্পকার ও পিএস, হবিগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ , হবিগঞ্জ।