নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে কুমড়ী, নজিপুর,দূর্গাপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র, হতদরিদ্র ও দিনমজুরদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান ফজলুল রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পিযূস সুত্রধর, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দাশ, মাস্টার ইমদাদ, অ্যাডভোকেট আব্দুল হামিদ, সাহেব আলী,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুয়াজ্জিন হোসেনসহ আওয়ামীলীগ ও স্থানীয় নেতৃবৃন্দ।