বিশেষ প্রতিনিধি : শান্তিপূর্ণ মিছিলের নামে বিভিন্ন জায়গায় তান্ডব চালিয়ে জ্বালাওপোড়াও করায় হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে পদত্যাগ করেছেন নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। মঙ্গলবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি । মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে অপর নায়েবে আমির মাওলানা আব্দুল আওয়াল পদত্যাগের ঘোষণা দিলেও পরবর্তীতে সংগঠনের দায়িত্বশীলদের অনুরোধে পদত্যাগ প্রত্যাহার করেন।
হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সোনার গাঁ রয়েল রিসোর্টে কথিত ২য় স্ত্রীকে নিয়ে আটকের দেশে তোলপাড় সৃষ্টি হয়। এসময় মামুনুল হক এবং হেফাজত ইসলাম অনেক সমালোচনার মুখে পড়ে।