বিশেষ প্রতিনিধি : হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) ঢাকা রাহমানিয়া মাদ্রাসা থেকে দুপুরে তাকে গ্রেফতার করে মহানগর পুলিশের ( ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ।
সম্প্রতি ২টি এবং ২০১৩ সালে বেশ কয়েকটি মামলার আসামী হয়েছেন মাওলানা মামুনুল হক।