বদরুল লস্কর, বানিয়াচং থেকে : হেফাজত ইসলাম বাংলাদেশ এর ডাকে সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে স্বতস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে। রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে উপজেলা সদরের বড় বাজার, গ্যানিংগঞ্জ বাজার, আদর্শ বাজার, ৫/৬নং বাজার, ছিলাপাঞ্জা ও শরীফ উদ্দিন সড়কের মোড়সহ বিভিন্ন পয়েন্টে হেফাজতকর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছেন। ফার্মেসী, হোটেল-রেস্তোরাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া দোকানপাট বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছেন এবং টহল দিতে দেখা গেছে।
এ ব্যাপারে হেফাজত ইসলামের নেতা বিশিষ্ট আলেম মাওলানা শায়খ সিরাজুল ইসলাম তরঙ্গ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেফাজত ইসলামের ডাকে সারাদেশের ন্যায় আমরাও খুব শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। এতে করে জনগণও হরতালকে সমর্থন করছেন। আমরা কোন প্রকার জ্বালাও পোড়াওয়ে বিশ্বাসী না। এ ক্ষেত্রে প্রশাসনসহ দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, আমাদের পুলিশ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। জানমাল রক্ষায় খুব সতর্ক রয়েছে।