আবদাল মিয়া : হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে হেলিকপ্টারে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়।

জানা যায়, গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষা দিলে পরদিন রিপোর্ট আসে পজিটিভ। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে সিএমএইচে নেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ শুরুর পর থেকেই এমপি আবু জাহির হবিগঞ্জ-৩ আসনের মানুষদের সুখ-দু:খে পাশে থেকেছেন এবং উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেনে।এরই ধারাবাহিকতায় সম্প্রতি হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি এনেছেন তিনি।