শিব্বির আহমদ আরজু : বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনে এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) রাত ১১টায় তরঙ্গ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি মোঃ সেলিম উদ্দিন।
তিনি জানান, আজও নির্বাচনী এলাকা আজমিরীগঞ্জে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান করেন এমপি আব্দুল মজিদ খান। করোনার উপসর্গও তেমন নেই। তিনি সামান্য সর্দিতে ভুগছেন। গতকাল রোববার ঢাকায় নমুনা দিয়েছিলেন। আজ সেটা পজিটিভ এসেছে। তিনি নির্বাচনী এলাকার জনসাধারণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সূত্র জানায়, বানিয়াচং উপজেলায় ৯ ফেব্রুয়ারি করোনার ১ম টিকা নিয়েছিলেন এমপি আব্দুল মজিদ খান। ২য় টিকা নেয়ার আগেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, এমপি আব্দুল মজিদ খান করোনার শুরু থেকেই জনসাধারণকে সচেতন, সরকারি অনুদান নিশ্চিতকরণসহ ২ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায়-দু:খি মানুষের অধিকার নিশ্চিত করণে গ্রাম থেকে গ্রামান্তরে চষে বেড়িয়েছেন। তিনি সামাজিক অনুষ্ঠান, জানাযা, দলীয় সভা থেকে শুরু করে সরকারি সভাসমূহে সবসময় উপস্থিত থেকে দেশও জাতির কল্যাণে প্রভূত ভূমিকা রেখেছিলেন।
এরই মধ্যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।