নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩রা জুলাই) সকাল ১০টায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি হবিগঞ্জ জেলার উদ্যোগে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, পৌরসভা নৌকাঘাট, উমেদনগর সিএনজি স্ট্যান্ড এবং বাসস্ট্যান্ড এলাকায় দূর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে করোনা প্রতিরোধ কল্পে জনসচেতনতামূলক প্রচার সভা অনুষ্ঠিত হয়। এতে ৩৫০ পিস মাস্ক এবং ২০০ পিস জীবাণু নাশক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটন এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির সিনিয়র সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অপু চৌধুরী, প্রভাষক মৃদুল কান্তি রায়, শরীফ চৌধুরী, সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা কমিটির সিনিয়র সদস্য ডাঃ নন্দদেব রায় নানু, ডাঃ এফ আর রায়হান, অ্যাডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, মাধব সরকার, অপু আহমেদ রওশন, শফিকুল ইসলাম, জেলা কমিটির মিডিয়া সেল প্রধান জিএম ফয়সাল খান, রোটারিয়ান শিরিন আক্তার সোনিয়া, মিনহাদ আহমেদ চৌধুরী, এসডি শিমুল, হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সিনিয়র সদস্য হাজী আব্দুল খালেক শানু, শিউলি আক্তার মুক্তি, গোপাল সরকার প্রমূখ।