মখলিছ মিয়া : হবিগঞ্জ- বানিয়াচং আঞ্চলিক সড়কে মিনিবাস ও সিএনজি‘র মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩রা জুলাই) দুপুরে সড়কের কালারডোবা নামক স্থানে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,হবিগঞ্জ থেকে যাত্রীবাহি একটি সিএনজি বানিয়াচং আসার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে একটি মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শিশিমন দাসের পুত্র সুবোধ দাস(৪৫) মারা যান।
সিএনজি‘র অন্যান্য আহত ৪জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের বিমল পালের পুত্র পিযুষ পাল(২৮)কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর ৩জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে বানিয়াচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন ঘটনাস্থলে যান এবং দূর্ঘটনা কবলিত সিএনজি ও মিনিবাস উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ রিপোর্ট লেখার সময় নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে মিনিবাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত,আহত ৩জন
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- ১৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস