বানিয়াচং প্রতিনিধি : সদ্য সমাপ্ত হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে জয়ের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক বাংলাদেশের গভর্নর স্পেশাল এইড ও হবিগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব রেজাউল মোহিত খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম।বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি ও ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর, মাস্টার আলী রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া প্রমুখ।
আর তা ছাড়া উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা/কর্মীগণ ১টি মাস কঠোর পরিশ্রম করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র আতাউর রহমান সেলিম।