নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজানের কর্মী সমর্থকদের উপর মামলা, গ্রেফতার ও হয়রানীর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মেয়র মিজানুৃর রহমান মিজান।
সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে তিনি বলেন, কোন ধরনের মামলা মোকাদ্দমা ছাড়াই পুলিশ আমার কর্মী সমর্থকদের গ্রেফতার করছে। ইতিমধ্যে দেলোয়ার খান, শাওন আল হাসান, আব্দুল মালেক, হাবিবুর রহমান, উজ্জল রায় কাঞ্চন, সমুজ আলীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একটি মহল আমার নির্বাচনী কাজে বাধা প্রদান করছে।
তিনি আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শামছু মিয়া, বার সর্দার সোনা মিয়া ও আকবর আলী খান প্রমূখ।