হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়রে পদে ৭ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১৭জন এবং ৯টি ওয়ার্ডে ৪১জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে শেষ হয় মনোনয়ন দাখিল।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান সেলিম, বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সামছুল হুদা, আওয়ামী লীগ বিদ্রোহী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, বিএনপির বিদ্রোহী ইসলাম তরফদার তনু, স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওসার ও স্বতন্ত্র প্রার্থী গাজী পারভেজ হাসান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ছাদেকুল ইসলাম জানান, হবিগঞ্জ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হবে। ২৮ ফেব্রুয়ারী পৌরসভার ২৪টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ৫০ হাজার ৯০৩জন ভোটার।
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৭ জন ও কাউন্সিলার পদে ৫৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- ১০৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ