শিব্বির আহমদ আরজু : বাংলাদেশ আওয়ামী যুবলীগের হবিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন হয়েছে। শুক্রবার (১লা সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীকে সভাপতি ও একে এম মঈন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি অনুমোদন প্রদান করেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনুল হোসেন খান নিখিল।
২০২২ এর ১১ অক্টোবর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। ১১ মাস পর জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা দিয়েছে। ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সহসভাপতি মোতাহের হোসেন রিজু,
বিপ্লব রায় চৌধুরী, সফিকুজ্জামান হিরাজ, ইঞ্জিনিয়ার হাজী মোঃ ওয়াহিদুজ্জামান ও আব্দুর রউফ মাসুক, সাধারণ সম্পাদক একে এম মঈনুদ্দিন চৌধুরী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম মোল্লা ও বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক রাজ চৌধুরী, মোঃ মামুন মিয়া, মানিক মিয়া ও মহিবুর রহমান মাহি, ত্রাণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া,
জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন, নির্বাহী সদস্য আরিফ ফয়সল খান ও ইঞ্জিনিয়ার আহমেদ ইবনে মুশফিক। ক্যাপশন- সভাপতি : মোঃ আবুল কাশেম চৌধুরী, ২। সাধারণ সম্পাদক : একে এম মঈন উদ্দিন চৌধুরী সুমন।