মোক্তাদির হাসান সেবুল : গাছ লাগাই-পরিবেশ বাঁচাই এ প্রতিপাদ্যকে ধারণ করে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে হবিগঞ্জ জেলা যুবলীগ। শনিবার (২৭ জুন) জেলা যুবলীগ সভাপতি মো. আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে দুপুর সাড়ে ১১ টায় হবিগঞ্জ হাইস্কুল প্রাঙ্গণে শারীরিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবু জাহির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী ও ফেরদৌস আহমেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, সমাজ কল্যাণ সম্পাদক মঈন উদ্দিন সুমন, দপ্তর সম্পাদক এম এ হাকিম ও পৌর যুবলীগের আহবায়ক ডা. ইশতেয়াক রাজ প্রমুখ। উল্লেখ্য,হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৯টি উপজেলায় সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করছে উপজেলা কমিটি। এ কার্যক্রম ২ মাস অব্যাহত থাকবে।