প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ জেলার সকল বিএনপি পরিবারের সর্বস্তরের নেতা-কর্মী ও জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ ছাত্রনেতা এম. সাইফুর রহমান।
সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এম.সাইফুর রহমান বলেন, ‘পবিত্র রমজান মাসও ভিন্নভাবে পালন হচ্ছে। ঈদ মানে আনন্দ, ঈদ খুশি। কিন্তু এবারের ঈদ মহামারী করুনাভাইরাসের কারণে অন্য রকমভাবে পালিত হবে। পবিত্র রমজান মাসে আপনারা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।’
এছাড়া তিনি জেলাবাসীকে সর্তক থেকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান এবং ঘরে থাকার অনুরোধ করেন।