স্টাফ রিপোর্টার : করোনাকালীন বন্ধ থাকায় হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার খন্ডকালীন শিক্ষকরা আর্থিক সমস্যায় ভুগছেন। প্রথম দিকে ঠিক মতো বেতন দিলেও প্রায় ৪ মাস যাবত তাদের বেতন বন্ধ করে দেয় এতিমখানা কমিটি । এতিমখানা সুত্রে জানা যায়, প্রতিবছর সরকারি অনুদান আসে ৬ লাখ টাকা। বিভিন্ন মহলের নগদ সহায়তা ৪ লাখ টাকা। এতিমখানার ৩য় ও ৪র্থ তলার ভাড়া প্রতিবছর আসে ৪ লাখ টাকা। এছাড়া গরু- ছাগল দিয়ে স্থানীয় এবং প্রবাসীরা সহায়তা করে থাকেন। এতিমখানার একাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও খন্ডকালীন শিক্ষকরা বেতন না পেয়ে হতাশ! এ বছরে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় খরচ আগের তুলনায় অনেক কমে গেছে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ২১ সদস্য বিশিষ্ট এতিমখানায় মোট শিক্ষার্থী ১০০ জন। মাসিক মিটিংয়ে খন্ডকালীন শিক্ষকরা বেতন দেওয়ার জন্য আবেদন করলেও কর্ণপাত করেনি কমিটি। খন্ডকালীন শিক্ষকদের দাবি, হয় প্রতিষ্ঠানের ক্লাস কার্যক্রম শুরু করা হোক, নতুবা মাসিক বেতন পরিশোধ করা হোক।
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ এতিমখানার খন্ডকালীন শিক্ষকরা আর্থিক সঙ্কটে
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:৫০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- ১০৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ