হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে ‘কোভিড ১৯ এবং স্বাস্হ্য সুরক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩রা জানুয়ারি) সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, সহকারী কমিশনার( ভূমি) মাসফিকা হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লাহ ও জেলা প্রশাসকের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ , প্রধান শিক্ষকসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।
হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক বিজ্ঞান মেলার প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
সারা জেলা থেকে জুনিয়র গ্রুপে ২২টি, সিনিয়র গ্রুপে ১৪টি এবং বিশেষ গ্রুপে ১৭টি সর্বমোট ৫৩টি দল প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে মোট ৫৫ জন সম্ভাবনাময়ী শিক্ষার্থী। বিজ্ঞান মেলায় অংশগ্রহণ ছিল লক্ষণীয়।