কাজী মাহমুদুল হক সুজন, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪র্থ ডিজিটাল দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছ। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে জুমে সংযুক্ত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন জেলার সকল দপ্তর প্রধানগণ। এসময় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেল, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন। ৪র্থ ডিজিটাল দিবস উপলক্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে আয়োজিত রচনা প্রতিযোগিতা এবং উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ে অনুষ্ঠিত প্রেজেন্টেশন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোঃ সাজিদুর রহমান নাঈম এবং প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কবির কলেজিয়েট একাডেমির ঝুটন বর্মণ।
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ৪র্থ ডিজিটাল দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:২৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- ৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ