হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে স্থানীয় পর্যায়ে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯.৩০ টায় জেলা শিল্পকলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্ন্যান্স ইনোভেশন’ ইউনিটের সহায়তায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার ।

প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, অতিরিক্ত সচিব আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট-এর পরিচালক (উপসচিব) মোহাম্মদ আলী নেওয়াজ রাসেল। কর্মশালা সম্পর্কে ধারণা দেন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আরিফুল হক মামুন। এছাড়াও এ কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।