হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে ভর্তি কোচিং চালু রাখায়” সূর্যমুখী একাডেমীকে ” ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৪ টায় শায়েস্তানগর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথী । গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন স্বাস্থ্যঝুঁকি ও সরকারি নির্দেশনা অমান্য করে শহরে কোচিং সেন্টার পরিচালনা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ শহরের বিভিন্ন সেন্টারে অভিযান চালানো হয় ।

সূর্যমুখী একাডেমীকে কোচিং খোলা অবস্হায় পাওয়া যায় । এসময় স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে অবৈধভাবে কোচিং পরিচালনা করার দায়ে জরিমানা ও ঘটনাস্থলে উপস্থিত ৪জন শিক্ষককে মৌখিকভাবে সতর্ক করা হয় । নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কেউ কোচিং সেন্টার খোলা রাখতে পারবে না। কোচিং সেন্টারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।