হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে কেন্দ্রীয় শহিদ মিনার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলমান নির্মাণাধীন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল, দি রোজেস কালেক্টরেট স্কুল, পৌর পাঠাগার এর চলমান নির্মাণ কাজসমূহ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, হবিগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুল ও দি রোজেস কালেক্টরেট স্কুল এর সম্প্রসারণ কাজে প্রতি স্কুলে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।