হবিগঞ্জ প্রতিনিধিঃ ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযােগ প্রান্তজনে’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (২ জানুয়ারি)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা উপপরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ,তাসনুভা শামীম ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী,সহ সভাপতি পংকজ কান্তি পল্লব, প্রতিবন্ধী উন্নয়ন সংস্হার তাহির মিয়া,বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক প্রমুখ।অনুষ্ঠানে বক্তাগণ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের উন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন এবং তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে চান। সভা শেষে ডিজিটাল পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নিয়ে বিধবা ভাতার মাসিক টাকা, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়।