হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে লাইসেন্সবিহীর ইট ভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বানেশ্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্সবিহীন ইট ভাটা (ব্রিকস ফিল্ড) চালানোর অপরাধে ‘খান ব্রিকসকে’ “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” অনুসারে ২ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হবিগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করে জেলা পুলিশের সদস্যগণ। জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।