হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারী,উপ-সহকারি, সার্ভেয়ার, রাজস্ব সহকারি, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের জন্য ৫দিন ব্যাপী ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্হাপনা প্রশিক্ষণ কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, প্রতীক মণ্ডল, আরডিসিসহ জেলা প্রশাসনের সহকারি কমিশনারবৃন্দ। জেলা প্রশাসক বলেন, ভূমি সেবার মানোন্নয়নে সকলকে সচেষ্ট থাকা এবং সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণে যত্নশীল হতে হবে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট এবং মূল্যায়ন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩ জনকে বই উপহার দেন জেলা প্রশাসক।