হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারী, উপ-সহকারী, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার ও সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের জন্য ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ই মার্চ) সকালে জেলা প্রশাসকের প্রশিক্ষণ কক্ষে ঢাকা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি ব্যবস্হাপনা প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী প্রমুখ । এছাড়াও করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।