ইমতিয়াজ আহমেদ লিলু, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্হাপনা সফটওয়্যার পাইলটিং ২য় পর্যায় কার্যক্রমে প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার ( ১০ই নভেম্বর) সকাল ১০টায় ভূমি সংস্কার বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (২য় পর্যায়ের) পাইলটিং এর ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন হবিগঞ্জ জেলার সহকারী কমিশনারবৃন্দ (ভূমি) এবং ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) প্রদান করা যাবে। মানুষের ভূমি-সংক্রান্ত হয়রানি কমবে ও ভূমি অফিসের দুর্নীতি বন্ধ হবে।
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ভূমি উন্নয়ন কর ব্যবস্হাপনা সফটওয়্যার উপর পাইলটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- ৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ