হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৫ম তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার( ২৯ ডিসেম্বর) সকালে স্কুলের একাডেমিক ভবনের ফাইলিং কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া,

সিনিয়র সহকারী সচিব উম্মে ইসরাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেল, হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা।
উল্লেখ্য যে,বিয়াম ল্যাবরেটরি স্কুলের সম্প্রসারণের কথা চিন্তা করে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ইতোপূর্বে সরকারি জমি বরাদ্দের উদ্যোগ গ্রহণ করেন যার ফলে ০.৮৫২৫ একর খাসজমি বিয়াম ল্যাবরেটরি স্কুল হবিগঞ্জ এর জন্য বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও তথ্য প্রযুক্তিগত আধুনিকায়ন, শিক্ষকদের জন্য প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়নের জন্য জেলা প্রশাসন এর পক্ষ থেকে ৩ লক্ষ টাকা নগদ অনুদান প্রদানসহ নানা উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।