হবিগঞ্জ প্রতিনিধিঃ ‘কোভিড-১৯ এবং স্বাস্হ্য সুরক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক তওহীদ আহমদ সজল, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, জেলা প্রশাসক ৬টি ক্যাটাগরিতে ৯টি দল ও ৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার প্রদান করেন।