হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গান ও নৃত্য পরিবেশন করে বিভিন্ন বয়সী শিশুরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ইশরাত জাহান বক্তব্যে শিশুদের ভূয়সী প্রশংসা করে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। অনুষ্ঠান শেষে রচনা লিখন, চিত্রাঙ্কন, তথ্য অধিকার ভার্চুয়াল বিতর্ক ও ডকুমেন্টারি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।