নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে পুস্তক ও প্রকাশনা প্রতিনিধিদের সাথে সভা করেছে জেলা নতিমালা বাস্তবায়ন কমিটি। শনিবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব জহুর আলী রেস্টুরেন্টে জেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ সামছু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ জামাল উদ্দিন এর সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হবিগঞ্জ জেলা পুস্তক ও প্রকাশক কমিটির সভাপতি হিমাংশু সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ওয়াহিদুর রহমান ও কোষাধ্যক্ষ আব্দুল খালেক । এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বানিয়াচং নীতিমালা বাস্তবায়ন কমিটির সভাপতি শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ শাহজালাল লাইব্রেরির পরিচালক সুকান্ত সাহা, জেলা লেকচার প্রকাশনীর প্রতিনিধি জাহেদ আহমদ ও পাঞ্জেরী প্রকাশনার বানিয়াচং প্রতিনিধি রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রকাশনীর প্রতিনিধিবৃন্দ।
সভায় সিদ্ধান্ত হয়, কেন্দ্রীয় সবগুলো নীতিমালা মেনে ব্যবসা পরিচালনার করতে ঐক্যমত পোষণ করা হয়।