তরঙ্গ ডেস্ক : হবিগঞ্জে গত ২৪ ঘন্টায় চুনারুঘাটের সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদসহ আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ২৬১ জন রোগী শনাক্ত হয়েছে।
সোমবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট ঢাকা ল্যাব থেকে তাদের রিপোর্ট পাঠায়। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, তাদের করোনা নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে ঢাকা করোনা ল্যাবে প্রেরণ করা হয়েছিল। সোমবার রাতে তাদের রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে চুনারুঘাট ১১ জন, সদর ৫ জন, মাধবপুরে ৪ জন ও নবীগঞ্জ ১ জন।