হবিগঞ্জ প্রতিনিধিঃ“মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্হিত ছিলেন সাবেক পৌর মেয়র শহীদ উদ্দীন চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, সহকারি কমিশনার আফিয়া আমিন পাপ্পা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ও গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্হিত ছিলেন।