হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে কোভিড-১৯ এর পথম ভ্যাকসিন নিজে গ্রহণ করে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ – লাখাই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

জানা যায় যে, উদ্বোধনের দিন হবিগঞ্জ জেলায় ৩৪২ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম, সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন প্রমুখ।