হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে কেন্দ্রিয় শহিদ মিনার নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) দুপরে জেলা প্রশাসনের কক্ষে জেলার কেন্দ্রিয় শহিদ মিনার নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষে ২ লাখ টাকা নগদ অর্থ প্রদান করেন তিনি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের অম্লান স্মৃতিকে স্মরণীয় ও বরণীয় রাখার জন্য নির্মাণ করা হচ্ছে কেন্দ্রিয় শহিদ মিনার।

এছাড়াও দি রোজেস কালেক্টরেট স্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পাদনের লক্ষে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১ লাখ টাকার চেক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার। গ্রহণ করেছেন রোজেস কালেক্টরেট স্কুলের পক্ষে অধ্যক্ষ ইসমত আরা বেগম।