হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতায় ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানরাও বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহণ করেন। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি ১৫টি ইনডোর ও আউটডোর ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকেলে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। ক্লাব প্রেসিডেন্ট ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান।

অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও নুর উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।
পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।