তরঙ্গ ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বিজয় দিবসের এক সভায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াকে লাঞ্ছিত করার ঘটনায় হবিগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের ছবি তুলতে গিয়ে আহত হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি জাকারিয়া চৌধুরী।
এলাকাবাসী জানান, সাবেক এমপিকে লাঞ্ছিত করার প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একটি অংশ বুধবার বিকেলে জেলা পরিষদের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করার সিদ্ধান্ত নেয়। খবর পেয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগের নেতাকমীরা জেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা গোল চত্বরে অবস্থান নেয়। উভয় গ্রুপের শত শত নেতাকমীর মুখোমুখি অবস্থান করায় দেখা দেয় উত্তেজনা। একটি গ্রুপকে জেলা পরিষদের গেটের ভেতর এবং অপর গ্রুপের নেতাকমীদেরকে বাইরে অবস্থান নিতে দেখা যায়। এমন পরিস্থিতিতে পুলিশ উভয় গ্রুপের মাঝখানে অবস্থান নেয়।
যোগাযোগ করা হলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান জানান, গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন শফিক শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দেন। রেলওয়ে পার্কিং এলাকায় ওই সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অংশ নেন। সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বক্তব্য দেওয়ার সময় হঠাৎ কতিপয় যুবক তার ওপর হামলা চালায়।
এ সময় তাকে রক্ষায় এগিয়ে গেলে তার সমর্থক কয়েকজন নাজেহাল হন। সৈয়দ কামরুল আরও জানান এ ঘটনার প্রতিবাদে বুধবার শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা জেলা পরিষদের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের মিছিল করতে বাধা দিতে সেখানে অবস্থান নেয়। এদিকে পরিস্থিতির ছবি তুলতে গিয়ে কতিপয় যুবকের হামলায় আহত হন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি জাকারিয়া চৌধুরী। তাকে হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখার সময় উভয় গ্রুপ সেখানে অবস্থান করায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সাংবাদিকদের জানান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর বিরুদ্ধে কটূক্তি করায় তারা সেখানে অবস্থান করছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ থানার ওসি মাসুক আলীর কাছে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
সূত্র : জাতীয় দৈনিক দেশ রূপান্তর