হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থ বছরে নির্বাচিত উপকারভোগীদের জন্য “হেলথ ক্যাম্প ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় প্রমুখ।