ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার Logo এমপি মজিদ খানের মধ্যস্থতায় বানিয়াচং সৈদারটুলা ছান্দের ২ গ্রুপের দ্বন্দ্ব নিরসন Logo মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়ায় মুফতি হাফিজুল হককে সংবর্ধনা প্রদান Logo আজমিরীগঞ্জে নিত্যপণ্যের মূল্য চড়া: ক্রেতাদের নাভিশ্বাস Logo একজন কর্মবীর সফল এমপি আব্দুল মজিদ খান Logo বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’কে বিদায় সংবর্ধনা Logo জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মনজুর চৌধুরী Logo বানিয়াচংয়ে ইফা শিক্ষকদের নিয়ে ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত Logo আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে ২০লিটার চোলাই মদ জব্দ : আটক-১ Logo প্রিয় নবী মুহাম্মদ (সা.) হলেন গোটা জাতির জন্য উত্তম আদর্শ

হবিগঞ্জের পরিচিত মুখ শাকিলা ববি

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

শুয়েব চৌধুরী :

ববি।পুরো নাম শাকিলা ববি। হবিগঞ্জ শহরে পরিচিত মুখ। খেলাধুলা, নাটক,ডিবেটিং, বিএনসিসি,সামাজিক সব কর্মকাণ্ডে তার বিচরণ। কম বয়সেই নিজে নিজেই পরিচিতি লাভ করে।
সম্ভবত ৭/৮ বছর আগে সাংবাদিকতার উকুন তার মাথায় বাসা বাঁধে। স্থানীয় একটি পত্রিকায় যোগ দেয়। ওই অফিসে প্রায়ই যেতাম। আমরা একই গ্রামের লোক হওযায় সম্পর্কে দাঁড়ায় দাদা নাতনী। সাংবাদিকতার প্রতি তার দুর্বলতা দেখে মনে মনে ভাবতাম, মেয়ে এই ছোট শহরে তোর সাংবাদিকতা তো হবে না বরং নানা বদনামে পরিবার পর্যন্ত ছোঁবে।
আমার চাচা মারা যাওয়ার পর ২০১৬ সালে দৈনিক প্রভাকর এর সম্পাদনার দায়িত্ব পড়ে আমার ঘাড়ে। কাকে নিয়ে বের করবো নানা চিন্তায় আমি। ববি নিজেই দাঁড়ায় আমার পাশে। একে তো নতুন অন্যদিকে অবিবাহিত। আর্থিক টানাপোড়েন তো আছেই। এক রাত না ঘুমিয়ে ভেবেও কোনো সমাধান পাইনি। এরপর সাতপাঁচ না ভেবে ঝুঁকি নিলাম। তাকে নিয়ে পত্রিকা বের করবো,আল্লাহ ভরসা। কয়েকটি ঝুঁকিপূর্ণ এসাইনমেন্ট দিয়ে টেষ্ট করলাম। দেখলাম ঝুঁকিকে সে আনন্দ হিসেবে নেয়। অর্থাৎ পরীক্ষায় পাস। বেশ ক’টি নিউজ প্রভাকরকে নতুনভাবে পরিচয় করে দেয় পাঠকের কাছে। এ জগতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সবকিছু তাকে শেয়ার করার চেষ্টা করেছি। প্রচার সংখ্যার ব্যারোমিটার যখন উর্ধ্বদিকে তখনই একটি সংবাদের জেরে ২ সাংসদের ছেলা চামুন্ডাদের করা ৪টি (৫৭ ধারায়) মামলায় আমাকে কারাগারে যেতে হল। কতিপয় সাংবাদিক নামধারী শয়তানের পরামর্শে সেদিন ববির বাসায়ও পুলিশ গিয়ে নানা হুমকিধামকি দিয়ে এসেছে বলে শুনেছি।
অবিবাহিত। মোটাসোটা শরীর। তাই কখনো কখনো ববি না বলে “মটকি” বলে ডাক দিতাম। সাড়াও দেয়। তার ধারণা এর কারনেও যদি শরীরটা শুকনা হয়।
কারাগার থেকে বের হয়ে কিছুদিন পত্রিকা বের করে মনে হল একাজ আমার নয়। সংবাদ আর আর্থিক যোগান দেয়ার দুটো চিন্তা করা আমার একার পক্ষে অসম্ভব। আমার মনে হয়েছে এটা কলম দিয়ে ডাকাতি করার মতো।
যাই হোক, এর কিছুদিন পর ববির বিয়ে হয়ে গেল সিলেটের ফটো সাংবাদিক মামুনের সাথে। সেখানের একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করছে। ইতোমধ্যে সিলেটেও সাংবাদিক মহলে পরিচিতি পেয়েছে। গতকাল তার কোল জুড়ে এসেছে রাজকন্যা। এ সুখবর মিলাতে না মিলাতে আজ কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে আরেকটা শুভ সংবাদ। তা হচ্ছে সিলেট মূল প্রেসক্লাবে সে সদস্যপদ লাভ করেছে। হবিগনজে থাকার সময় প্রায়ই বলতো একটা জাতীয় পত্রিকা বা টিভি চ্যানেলের প্রতিনিধি হলে হবিগঞ্জ প্রেসক্লাবে আবেদন করবো। আল্লাহ হয়তো তার মনোবাসনা শুনেছেন। তবে ছোট করে নয়। বড় করে। “স্থান ছাড়লে মান কমে” এ কথাটি সব সময়ই যে সত্য নয় তাই প্রমান করলো সে। শাম্মি প্রায়ই বলতো ঢাকায় গেলে ববি আরো ভাল করতো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের পরিচিত মুখ শাকিলা ববি

আপডেট সময় ০৪:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

শুয়েব চৌধুরী :

ববি।পুরো নাম শাকিলা ববি। হবিগঞ্জ শহরে পরিচিত মুখ। খেলাধুলা, নাটক,ডিবেটিং, বিএনসিসি,সামাজিক সব কর্মকাণ্ডে তার বিচরণ। কম বয়সেই নিজে নিজেই পরিচিতি লাভ করে।
সম্ভবত ৭/৮ বছর আগে সাংবাদিকতার উকুন তার মাথায় বাসা বাঁধে। স্থানীয় একটি পত্রিকায় যোগ দেয়। ওই অফিসে প্রায়ই যেতাম। আমরা একই গ্রামের লোক হওযায় সম্পর্কে দাঁড়ায় দাদা নাতনী। সাংবাদিকতার প্রতি তার দুর্বলতা দেখে মনে মনে ভাবতাম, মেয়ে এই ছোট শহরে তোর সাংবাদিকতা তো হবে না বরং নানা বদনামে পরিবার পর্যন্ত ছোঁবে।
আমার চাচা মারা যাওয়ার পর ২০১৬ সালে দৈনিক প্রভাকর এর সম্পাদনার দায়িত্ব পড়ে আমার ঘাড়ে। কাকে নিয়ে বের করবো নানা চিন্তায় আমি। ববি নিজেই দাঁড়ায় আমার পাশে। একে তো নতুন অন্যদিকে অবিবাহিত। আর্থিক টানাপোড়েন তো আছেই। এক রাত না ঘুমিয়ে ভেবেও কোনো সমাধান পাইনি। এরপর সাতপাঁচ না ভেবে ঝুঁকি নিলাম। তাকে নিয়ে পত্রিকা বের করবো,আল্লাহ ভরসা। কয়েকটি ঝুঁকিপূর্ণ এসাইনমেন্ট দিয়ে টেষ্ট করলাম। দেখলাম ঝুঁকিকে সে আনন্দ হিসেবে নেয়। অর্থাৎ পরীক্ষায় পাস। বেশ ক’টি নিউজ প্রভাকরকে নতুনভাবে পরিচয় করে দেয় পাঠকের কাছে। এ জগতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সবকিছু তাকে শেয়ার করার চেষ্টা করেছি। প্রচার সংখ্যার ব্যারোমিটার যখন উর্ধ্বদিকে তখনই একটি সংবাদের জেরে ২ সাংসদের ছেলা চামুন্ডাদের করা ৪টি (৫৭ ধারায়) মামলায় আমাকে কারাগারে যেতে হল। কতিপয় সাংবাদিক নামধারী শয়তানের পরামর্শে সেদিন ববির বাসায়ও পুলিশ গিয়ে নানা হুমকিধামকি দিয়ে এসেছে বলে শুনেছি।
অবিবাহিত। মোটাসোটা শরীর। তাই কখনো কখনো ববি না বলে “মটকি” বলে ডাক দিতাম। সাড়াও দেয়। তার ধারণা এর কারনেও যদি শরীরটা শুকনা হয়।
কারাগার থেকে বের হয়ে কিছুদিন পত্রিকা বের করে মনে হল একাজ আমার নয়। সংবাদ আর আর্থিক যোগান দেয়ার দুটো চিন্তা করা আমার একার পক্ষে অসম্ভব। আমার মনে হয়েছে এটা কলম দিয়ে ডাকাতি করার মতো।
যাই হোক, এর কিছুদিন পর ববির বিয়ে হয়ে গেল সিলেটের ফটো সাংবাদিক মামুনের সাথে। সেখানের একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করছে। ইতোমধ্যে সিলেটেও সাংবাদিক মহলে পরিচিতি পেয়েছে। গতকাল তার কোল জুড়ে এসেছে রাজকন্যা। এ সুখবর মিলাতে না মিলাতে আজ কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে আরেকটা শুভ সংবাদ। তা হচ্ছে সিলেট মূল প্রেসক্লাবে সে সদস্যপদ লাভ করেছে। হবিগনজে থাকার সময় প্রায়ই বলতো একটা জাতীয় পত্রিকা বা টিভি চ্যানেলের প্রতিনিধি হলে হবিগঞ্জ প্রেসক্লাবে আবেদন করবো। আল্লাহ হয়তো তার মনোবাসনা শুনেছেন। তবে ছোট করে নয়। বড় করে। “স্থান ছাড়লে মান কমে” এ কথাটি সব সময়ই যে সত্য নয় তাই প্রমান করলো সে। শাম্মি প্রায়ই বলতো ঢাকায় গেলে ববি আরো ভাল করতো।