হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হয়েছেন ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব (পরিকল্পনা ও উন্নয়ন-২) ইশরাত জাহান। সেই সাথে আগের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।