আল হাদী, বানিয়াচং : সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মঞ্জু দাশের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলগ নেতা অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। রোববার (৩১ মে) তার পরিবারের কাছে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। এ সময় তিনি বলেন, হবিগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা অমিত দাশের বড় ভাই মঞ্জু দাশের পাশে বিত্তবানরা দাঁড়ালে উন্নত চিকিৎসায় কোন ব্যাঘাত ঘটবে না।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়, হবিগঞ্জ পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক কৌশিক আচার্জি পায়েল, পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়জুর রহমান রবিন, যুগ্ম আহবায়ক বিজন দাশসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। গুরুতর আহত মঞ্জু দাশ সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে।