সাহিদুর রহমান বানিয়াচং থেকে : বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বানিয়াচং হবিগঞ্জ আঞ্চলিক সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) দুপুরে জারুল গাছের চারা রোপণ করে কর্মসূচী উদ্বোধন করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

১০নং সুবিদপুর ইউনিয়নের কালার ডোবায় সড়কের পার্শ্বে এক হাজার জারুল গাছের চারা রোপণ করা হয়। সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এসময় সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার দাস উপস্থিত ছিলেন।