তরঙ্গ ডেস্ক : স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোমবার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। এরপর রাতে শফিউল বারী বাবুকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানেই তার মৃত্যু হয়।
শফিউল বারী বাবুর মৃত্যুতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সূত্র : দৈনিক মানবজমিন
সংবাদ শিরোনাম ::
স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু আর নেই
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৮:০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- ৯৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ