ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীগঞ্জে ইফা কর্তৃক জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা Logo সু-শাসন প্রতিষ্ঠা করতে হলে জনসাধারণকে তথ্য জানাতে হবে : ড. আব্দুল হাকিম Logo বানিয়াচং মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন : সভাপতি লিটন, সম্পাদক আব্দাল মিয়া Logo নবীগঞ্জে মোটরসাইকেল চাপায় স্কুল ছাত্র নিহত : মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo আজ হবিগঞ্জ আসছেন কবির বিন আনোয়ার : জেলা আ’লীগ অফিসে উদ্বোধন করবেন স্মার্ট কর্নার Logo উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যাকে আবারও নির্বাচিত করুন : এমপি মজিদ খান Logo ইকরাম বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেছেন এমপি মজিদ খান Logo উন্নত স্বাস্থ্য সেবার ব্রত নিয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে সততা ডায়াগস্টিক সেন্টার উদ্বোধন Logo বানিয়াচংয়ে গ্রাম্য দাঙ্গা রোধে দেশীয় অস্ত্রবাজদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হবে Logo বানিয়াচংয়ে ইকরাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাঁই : ব্যাপক ক্ষতি

স্বামী বেঁচে থাকতেই বিধবা ভাতা পাচ্ছেন মেম্বারের স্ত্রী-দুই শ্যালিকা

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০১:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৫ বার পড়া হয়েছে

তরঙ্গ ডেস্ক : ফেনীর ফুলগাজীর দরবারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুজ্জামান কামরুল নিজেকে মৃ’ত দেখিয়ে স্ত্রী সালমা তাহিনুরকে পাইয়ে দিচ্ছেন বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা। একইভাবে ভাতা পাচ্ছেন তার দুই শ্যালিকা উম্মে রুমান ও উম্মে কুলসুম। এছাড়া ছেলে নাভিদুল হাসানের পিতৃপরিচয় গো’পন করে তাকেও প্রতিব’ন্ধী ভাতা পাইয়ে দিচ্ছেন কামরুল মেম্বার।

শ্বশুর নুরেজ্জমান ও শাশুড়ি বিবি আয়েশা পাচ্ছেন বয়স্ক ভাতা, বউয়ের বড় ভাই আনিসুজ্জামানের জন্য ব্যব’স্থা করে দিয়েছেন প্রতিব’ন্ধী ভাতা। গ্রামের অস’হায় মানুষদের ঠকিয়ে এভাবেই সরকারের ভাতাসেবা নিয়ে দু’র্নীতি করছেন মেম্বার কামরুজ্জামান। অ’ভিযোগ এসেছে, পরিবারের বাইরে যারা ভাতা সুবিধা ভোগ করছেন তারাও কামরুজ্জামানের পছন্দের। অর্থাৎ তার পছন্দের মানুষ হলেই মিলবে ভাতা কার্ড।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ মজুমদার অ’ভিযোগ করেন, ওয়ার্ডে এমন অনেকে আছেন ভাতা পাবার যোগ্য কিন্তু পাচ্ছেন না। এমনও অ’ভিযোগ রয়েছে, এক বছরের টাকা দেওয়ার শর্তে কিছু লোককে বয়স্ক ভাতা কার্ড দিয়েছেন কামরুজ্জামান। অনিয়ম ও দু’র্নীতি প্রস’ঙ্গে অ’ভিযুক্ত কামরুজ্জামান কামরুল জা’নান, ওয়ার্ডের সব প্রাপ্য ব্য’ক্তিকে ভাতা কার্ড দেওয়ার পর পরিবারের সদস্যদের জন্য তা গ্রহণ ক’রেছেন তিনি।

নিজে’র সন্তানকে প্রতিব’ন্ধী লিপিবদ্ধ করা প্রস’ঙ্গে তিনি জা’নান, ২০১৮ সালের পূর্বে সে রিকশা থেকে প’ড়ে হাত ভে’ঙে ছিল তাই প্রতিব’ন্ধী কার্ড পেয়েছে। শ্যালিকা উম্মে কুলসুম ও উম্মে রুমানের স্বামী যথাক্রমে মো. কাইয়ুম এবং জিয়া উদ্দিন চৌধুরীকে জীবিত থেকেও মৃ’ত দেখানো প্রস’ঙ্গে দুই বোন বলেন, ভাতা কীভাবে পাচ্ছেন তা জা’নেন না। তারা ভাতার আবেদন করেননি।

উপজে’লা সমাজসেবা ক’র্মকর্তা হারুন মিয়া জা’নান, ইউনিয়ন পর্যায়ে ১৭ জনের একটি যাচাই ও বাছাই কমিটির মাধ্যমে ভাতা কার্ডের জন্য নাম চূড়ান্ত হয়। কমিটিতে ১২ জন মেম্বার ছাড়াও ইউএনওর প্রতিনিধি, উপজে’লা পরিষদের প্রতিনিধি, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি এবং পরিষদের সচিব রয়েছেন।

সংশ্লি’ষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমিটিতে সভাপতি হিসেবে থাকেন। সমাজসেবা কার্যালয় সূত্র জা’নায়, উপজে’লায় মোট সাত হাজার ৭১৭ জন ভাতা সুবিধা ভোগ করছেন। এরমধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন চার হাজার ২৩ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাচ্ছেন এক হাজার ৯৬০ জন, প্রতিব’ন্ধী ভাতা পাচ্ছেন এক হাজার ৭৩৪ জন।
সূত্র : বিডি. খবর.২৪.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে ইফা কর্তৃক জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

স্বামী বেঁচে থাকতেই বিধবা ভাতা পাচ্ছেন মেম্বারের স্ত্রী-দুই শ্যালিকা

আপডেট সময় ০১:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

তরঙ্গ ডেস্ক : ফেনীর ফুলগাজীর দরবারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুজ্জামান কামরুল নিজেকে মৃ’ত দেখিয়ে স্ত্রী সালমা তাহিনুরকে পাইয়ে দিচ্ছেন বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা। একইভাবে ভাতা পাচ্ছেন তার দুই শ্যালিকা উম্মে রুমান ও উম্মে কুলসুম। এছাড়া ছেলে নাভিদুল হাসানের পিতৃপরিচয় গো’পন করে তাকেও প্রতিব’ন্ধী ভাতা পাইয়ে দিচ্ছেন কামরুল মেম্বার।

শ্বশুর নুরেজ্জমান ও শাশুড়ি বিবি আয়েশা পাচ্ছেন বয়স্ক ভাতা, বউয়ের বড় ভাই আনিসুজ্জামানের জন্য ব্যব’স্থা করে দিয়েছেন প্রতিব’ন্ধী ভাতা। গ্রামের অস’হায় মানুষদের ঠকিয়ে এভাবেই সরকারের ভাতাসেবা নিয়ে দু’র্নীতি করছেন মেম্বার কামরুজ্জামান। অ’ভিযোগ এসেছে, পরিবারের বাইরে যারা ভাতা সুবিধা ভোগ করছেন তারাও কামরুজ্জামানের পছন্দের। অর্থাৎ তার পছন্দের মানুষ হলেই মিলবে ভাতা কার্ড।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ মজুমদার অ’ভিযোগ করেন, ওয়ার্ডে এমন অনেকে আছেন ভাতা পাবার যোগ্য কিন্তু পাচ্ছেন না। এমনও অ’ভিযোগ রয়েছে, এক বছরের টাকা দেওয়ার শর্তে কিছু লোককে বয়স্ক ভাতা কার্ড দিয়েছেন কামরুজ্জামান। অনিয়ম ও দু’র্নীতি প্রস’ঙ্গে অ’ভিযুক্ত কামরুজ্জামান কামরুল জা’নান, ওয়ার্ডের সব প্রাপ্য ব্য’ক্তিকে ভাতা কার্ড দেওয়ার পর পরিবারের সদস্যদের জন্য তা গ্রহণ ক’রেছেন তিনি।

নিজে’র সন্তানকে প্রতিব’ন্ধী লিপিবদ্ধ করা প্রস’ঙ্গে তিনি জা’নান, ২০১৮ সালের পূর্বে সে রিকশা থেকে প’ড়ে হাত ভে’ঙে ছিল তাই প্রতিব’ন্ধী কার্ড পেয়েছে। শ্যালিকা উম্মে কুলসুম ও উম্মে রুমানের স্বামী যথাক্রমে মো. কাইয়ুম এবং জিয়া উদ্দিন চৌধুরীকে জীবিত থেকেও মৃ’ত দেখানো প্রস’ঙ্গে দুই বোন বলেন, ভাতা কীভাবে পাচ্ছেন তা জা’নেন না। তারা ভাতার আবেদন করেননি।

উপজে’লা সমাজসেবা ক’র্মকর্তা হারুন মিয়া জা’নান, ইউনিয়ন পর্যায়ে ১৭ জনের একটি যাচাই ও বাছাই কমিটির মাধ্যমে ভাতা কার্ডের জন্য নাম চূড়ান্ত হয়। কমিটিতে ১২ জন মেম্বার ছাড়াও ইউএনওর প্রতিনিধি, উপজে’লা পরিষদের প্রতিনিধি, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি এবং পরিষদের সচিব রয়েছেন।

সংশ্লি’ষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমিটিতে সভাপতি হিসেবে থাকেন। সমাজসেবা কার্যালয় সূত্র জা’নায়, উপজে’লায় মোট সাত হাজার ৭১৭ জন ভাতা সুবিধা ভোগ করছেন। এরমধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন চার হাজার ২৩ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাচ্ছেন এক হাজার ৯৬০ জন, প্রতিব’ন্ধী ভাতা পাচ্ছেন এক হাজার ৭৩৪ জন।
সূত্র : বিডি. খবর.২৪.কম