সাইফুল আমিন, স্পেন থেকে : বিশ্ব পর্যটন সংস্থার সদর দপ্তরের শহড় স্পেনের মাদ্রিদ, যেখানে বছরের প্রতিটা সময় পর্যটকদের ভীরে থাকতো মুখরিত ।
কিন্তু বর্তমানে মহামারী করোনার ভাইরাসের কারনে পর্যটক না আসায় এবার ধস নেমেছে বাংলাদেশি প্রবাসীদের হোটেল ব্যবসায়,
এতে ব্যবসা প্রতিষ্টান ঠিকিয়ে রাখতে অনেকই হিমসিম খাচ্ছেন,আবার কেউ কেউ মন্দা ভাব কাটিয়ে উঠতে না পেরে বন্ধ করে দিয়েছেন তাদের হোটেল ব্যবসা।

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্বল্প খরছে নানাবিধ সুযোগ সুবিধা ও পর্যটকদের নিরাপত্তা থাকায়, পর্যটকদের প্রথম পছদের দেশ স্পেন।
উন্নত বিশ্বের প্রত্যেক দেশের নাগরিকরা স্পেনে ঘুরতে আসেন।কিন্তু এবার মহামারী করোনা ভাইরাস এর কারনে পালটে গিয়েছে দৃশ্যপট,নেই সেই আগের মতো পর্যটকদের কোলাহল। যেন এক ভূতুড়ে শহরে পরিণত হয়েছে মাদ্রিদ,এতে অনেকেই হয়ে পড়েছেন কর্মহীন।
এবার মাদ্রিদে পর্যটক না আসায়, প্রবাসী বাংলাদেশিরা তাদের হোটেল ব্যবসা নিয়ে পড়েছেন বিপাকে। অনেকে আবার ঘুটিয়ে দিয়েছেন ব্যবসা প্রতিষ্টান।
এদিকে এক জরিপে দেখা গেছে ,পর্যটক না থাকার কারনে বর্তমানে মাদ্রিদের ৮৪% আবাসিক হোটেল গুলির ব্যবসা বন্ধ আছে, এবং ১৬% ব্যবসায়ী কোন রকমভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।